সাতক্ষীরায় ভিবিডি আয়োজনে আলোচনা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

সমাধানের অংশ হও,পরিবেশ দূষণের কারণ নয়’ স্লোগানে বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরার আয়োজনে জলবায়ু পরিবর্তনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পোস্টারিং ক্যাম্পেইন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার জেনারেল সেক্রেটারি মো. হোসেন আলী, প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান তুর্য, হিউম্যান রিসোর্স অফিসার কাজী খালিদ, কমিটি মেম্বার মিলন বিশ্বাস,ফাতেমা খাতুন, সাজিদুল ইসলাম, বিপ্লব ভাইয়া, তরিকুল ইসলাম অন্তর, সাবিহা আফরোজ, আল মামুন, জেনারেল মেম্বার শান্তা, তামিম হোসেন, ফারিহা মুক্তা, নাজমুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করার জন্য আমাদের এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি সংরক্ষণে আগামীর প্রজন্মকে সাথে নিয়ে পরিবর্তন এর সূচনা করতে আমরা বদ্ধ পরিকর। এসব আলোচনা করা হয়।