সাতক্ষীরায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা
সাতক্ষীরায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও বীরত্বগাথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পৌরসভার ব্যবস্থাপনায় ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর’র আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
এসময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনছার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান চৌধুরী প্রমুখ।
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পল্টু বাসার, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, মাহমুদুর রহমান বাবু, শেখ রাসেল স্মৃতি সংসদের পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, ছট্টু চৌধুরী, আনিসুর রহমান, বাপি খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফরিদা খাতুন।
এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন