সাতক্ষীরায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ছাত্র নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/Kalaroa-Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল ও নছিমের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরেক কলেজ ছাত্র আহত হয়েছে।
নিহত মাদরাসা পড়ুয়া ছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৭) উপজেলার উপজেলার রায়টা বিশ্বাসপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র। আহত হয়েছে তার বন্ধু উপজেলার মেহমানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২০)।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রায়টা-কুশোডাঙ্গা সড়কে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক নতুন একটি অ্যাপাচি মোটরসাইকেলে দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে অপরদিক থেকে আসা দ্রতগতির একটি নছিমনের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহি দুই জনই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের আহতবস্থায় কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক আরিফুল ইসলাম আরিফকে মৃত ঘোষনা করেন। আহত জাহাঙ্গীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে।
ঘাতক নছিমন চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
টনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, ‘নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকার প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন