সাতক্ষীরায় সোনালী ব্যাংকের এজিএম মনোতোষ সরকার সাময়িক বরখাস্ত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/bank-officer.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় সোনালী ব্যাংক লিমিটেড অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন পোস্ট ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করায় সাময়িক বরখাস্ত হয়েছেন।
গত ২৬ জুলাই সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যার স্মারক নম্বর- এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০।
ওই আদেশে উল্লেখ করা হয়, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে- এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮-এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মনোতোষ সরকারকে স্মারকজারির তারিখ হতে এ ব্যাংকের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় বসবাস করেন।
সাময়িক বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন ব্যাংক কর্মকতার্ মনোতোষ সরকার।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন