সাতক্ষীরায় হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে চালকদের কর্মবিরতি পালন
হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার চালকরা। সোমবার (২ জানুয়ারী) দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়।
এদিকে এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।
এ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্মচারিরা। রাস্তার পাশে এ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছি আমরা। আগের মতো হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে সোমবার থেকে আমরা কর্মবিরতি পালন করছি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান,আমার কাছে তারা কোনো দাবি নিয়ে আসিনি। তাই কর্মবিরতির বিষয়ে আমি কিছু জানিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন