সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। 

(২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মুফতী আখতারুজ্জামানের সভাপতিত্বে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর শেখ নুরুল হুদা।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাফায়েত হোসেন।

শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মোঃ মতিয়ার রহমান, আরবি সিনিয়র প্রভাষক মোঃ রায়হান কবির,গণিতের সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান, মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, প্রধান মুহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ মাসুদ রানা।

আলোচনায় সভায় শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান

করেন মোঃ জুবায়ের আহমেদ মোঃ মারুফ বিল্লাহ, মোঃ মুস্তাকিম বিল্লাহ।

এছাড়াও নাতে রাসুল (সাঃ) থেকে  হাফেজ আব্দুর রহমান হামদে বারি তায়ালা  হাফেজ শাফায়েত হোসেন পরিবেশন করেন।

আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণ অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গণঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।