সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম মোস্তফা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/IMG-20210602-WA0010-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনিত হয়েছেন কালিগঞ্জ থানার মোহাম্মদ গোলাম মোস্তফা। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ট ওসি হিসেবে মনোনিত হয়েছেন তিনি।
বুধবার (২ জুন) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাসব্যাপি সাফল্যপূর্ণ কাজের জন্য জেলা পুলিশের শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত করা হয় তাকে।
এসময় ভালো কাজের জন্য চৌকস অফিসার এবং ফোর্সদের পুরুস্কার প্রদানকালে তাকে সম্মননা স্মারক, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএমবার)।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন