সাতক্ষীরা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুই জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার খোরদো এলাকার নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন।
শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়ানি থেকে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী টাকা, ভারতীয় রুপি, ২টি মোবাইল ২টি ভারতীয় এনআইডি কার্ড- এবং ১টি ভারতীয় স্মার্টকার্ডসহ দুই জনকে আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের ৩ (তিন) জনকে পলাতক আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।