সামদানী সুমন ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী নজর কেড়েছে দর্শকদের
‘সামদানী সুমন’ ফুটবল টুর্নামেন্টে কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় গ্রাম বাংলার বিলুপ্ত ঐতিহ্যের হারিকেন, পাদুকা হিসেবে ব্যবহৃত কাঠের তৈরী খড়ম ও জনপ্রিয় গণমাধ্যম রেডিও। ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়গণ পেলেন এসব পুরস্কার। এছাড়া অংশগ্রহনকারী সকল খেলোয়ারকে প্রদান করা হয় জায়নামাজ ও টুপি। ফুটবল টুর্নামেন্টে এ ব্যতিক্রমী পুরস্কার বিতরণের ঘটনা স্থানীয় শত শত ফুটবল প্রেমী দর্শকদের নজর কেড়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে ‘সামদানী সুমন’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের মুখুরিয়া সিদ্দিকীয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে সিংরাউন্দ একাদশকে ১-০ গোলে পরাজিত করে মুনশি একাদশ মুখুরিয়া চ্যাম্পিয়ান হয়। মুনশি একাদশের পক্ষে গোলটি করেন সাঈদ আহমেদ হারুন।
খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এর আগে খেলাটি উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন।
ঈদের তৃতীয় দিন থেকে নকআউট পদ্ধতিতে চল্লিশোর্ধ্ব ৮দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান, মোঃ এমরান, আরিফুল ইসলাম ভ‚ইয়া এনাম, দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ সুলতান জনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তামিম তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাগর প্রমুখ।
খেলায় ধারাভাষ্য দেন আওয়ামী লীগ নেতা শহীদুল হক খান।
খেলা শেষে বিজয়ী দলের হাতে তুলে দেয়া হয় একটি ৩২ইঞ্চি এলইডি টিভি, রানার আপ দলকে একটি ফনিক্স বাইসাইকেল। এতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের সাঈদ আহমেদ হারুন, পুরস্কার হিসেবে পান হারিকেন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম পুরস্কার পেয়েছেন রেডিও ও সর্বোচ্চ গোলদাতা পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া পুরস্কার পান একজোড়া খড়ম।
খেলা রেফারির দায়িত্ব পালন করেন আরএফএফ ফাহিম আহমেদ। সহকারী রেফারি হিসেবে ছিলেন রুবেল ও আরিফ।
খেলার আয়োজক জেলা পরিষদ সদস্য সামদানী খান সুমন বলেন, ঈদ আনন্দকে ছড়িয়ে দিতেই গ্রামের চল্লিশোর্ধ্বদের নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, খেলাধূলা চরিত্র গঠনের অন্যতম একটি মাধ্যম। খেলাধূলাই পারে তরুণ-যুব সমাজকে মাদকের কবল থেকে দূরে রাখতে।
ফাইনাল খেলা দেখতে শত শত দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন