সালমাদের বিজয়ে উল্লসিত মাশরাফি-তামিমরা (ভিডিও)
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফাইনাল জয় করে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে সালমা-রুমানারা। গ্রুপ পর্বেও এই ভারতকে একবার হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাদের এমন দারুণ বিজয়ে উল্লসিত বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সদস্যরাও।
সম্প্রতি ভারত থেকে আফগানিস্তান সিরিজ খেলে বাংলাদেশে ফিরে সাকিবরা। তারপরেই মিরপুরে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। সেখানে বসেই টিভিতে মালেয়শিয়ায় হওয়া এশিয়া কাপের ফাইনালে চোখ রেখেছিল তামিমরা। শেষ বলে দরকার ছিল ২ রানের। জাহানারার ব্যাটেই আসে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য। তাদের সেই বিজয় টিভিতে উপভোগ করেছেন তামিম-মাশরাফিরা। সেই ভিডিও তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিশিয়াল পেজে শেয়ার করেন।
Well done girls👏👏👏👏👏
Posted by Tamim Iqbal on Sunday, June 10, 2018
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন