সালমান ও পলক ফের রিমান্ডে
ঢাকা কলেজের শিক্ষার্থী শামীমকে হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন।
এর আগে নিউমার্কেট থানা পুলিশ এ মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও জুনাইদ আহ্মেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও জুনাইদ আহ্মেদকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। পৃথক ৮ মামলায় তাঁর ৫০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্যদিকে গত ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ। ৬ মামলায় তাঁর ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া গুলশান থানায় করা আবুজর শেখ হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আবার কোতোয়ালি থানায় করা এক হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর বাইরে আদাবর থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমানসহ অন্যদের এদিন কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন