সালমান সাধারণ কয়েদিদের মতো রাত কাটালেন জেলে
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাবাসের জেল হয়েছে বলিউড তারকা সালমান খানের। বৃহস্পতিবার রাতে জেলেই কাটালেন তিনি। তবে, রাতে জেলে কাটাতে হলেও, কোন ভিআইপি ব্যবস্থা পাননি সালমান। যোধপুরের ডিআইজি(কারা) বিক্রম সিং অবশ্য আগেই জানিয়েছিলেন বিষয়টি।
১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সালমান খান। রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে এবং তব্বু।
ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সালমান, সাইফদের বিরুদ্ধে। দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে যোধপুর আদালত। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯/৫১-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সালমানকে। তবে, বাকিদের প্রত্যেকে বেকসুর খালাস করার ঘোষণা করে আদালত।
সাজা ঘোষণার আদালত থেকেই সালমানকে যোধপুর সেন্টারল জেলে নেওয়া হয়। সেখানে তিনি সাধারণ কয়েদীদের মতও রাত্রিযাপন করেন। মেলেনি কোনো বাড়তি সুবিধা কিংবা ভিআইপি সুবিধা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন