সিকিম নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

ভারতের সিকিম রাজ্যকে একটি বিক্ষুব্ধ রাজ্য বলায় সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয়েছে তাকে ও তার প্রযোজক সংস্থাকে। বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের জেরে সমালোচনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

টরন্টো চলচ্চিত্র উত্‍সবে তার সিকিমি চলচ্চিত্র “পাহুনা”-এর রিলিজে তিনি সংবাদ সংস্থাকে জানান, সিকিম হল পূর্ব ভারতের একটি রাজ্য, যেখানে বিক্ষোভে বিপর্যস্ত একটা অঞ্চল। সিকিমে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি নেই। দু-একটা চলচ্চিত্রই রেঙ্গুন থেকে তৈরি হয়। এটাই প্রথম ছবি যেটা রেগুন থেকে প্রকাশিত হয়েছে অনেক সমস্যা।

এই মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। টুইটারের মন্তব্যের জেরে বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রিয়াঙ্কা ক্ষমা চাইলেও তার সমালোচনা করে টুইটারে অসংখ্য পোষ্ট করেছে অনেকেই।

চিঠি দিয়ে সিকিমের কাছে ক্ষমা চেয়েছেন প্রিয়াঙ্কা। সিকিমের পর্যটনমন্ত্রী গায়েতসো বলেন, পাহুনা যে সিকিমের প্রথম ছবি এই তথ্যটা ভুল। “জুয়েল থিফ”ও সিকিমের ছবি বলেই উল্লেখ করেন তিনি। প্রিয়াঙ্কা চিঠিতে বলেন তিনি সিকিম সম্পর্কে যে মন্তব্য করেছেন তার জন্য তিনি ক্ষমা প্রার্থী।

তিনি তার নতুন ছবি “পাহুনা” গল্প সকলের সামনে তুলে ধরতে চান। তার মন্তব্য ছিল সিকিম কিভাবে ক্রমশ শরণার্থী শিবিরে পরিনত হচ্ছে সেটা তুলে ধরা। তিনি এই মন্তব্য করে বলেন যে, এতে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত ও ক্ষমা প্রার্থী।