সিগারেটে ১০০ ভাগ কর আরোপের ঘোষণা আমিরাতের
তামাক পণ্য ও কোমল পানীয়র ওপর ১০০ ভাগ কর আরোপের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল ট্যাক্স কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়ে বলছে, চলতি বছরের শেষের দিকে কার্বনেটেড পানীয়র ওপর ৫০ শতাংশ কর আরোপ শুরু হবে।
দুবাইয়ে আমিরাতের ফেডারেল ট্যাক্স কর্তৃপক্ষ বোর্ডের প্রথম বৈঠকে নতুন কর আরোপের ঘোষণা দেয়া হয়। দেশটির উপ-শাসক ও অর্থমন্ত্রী শেখ হামদান বিন রাশিদ আল মাকতুম ওই বৈঠকে সভাপতিত্ব করেন। আমদানিকৃত পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর আরোপ করা হবে।
দেশটির আইনে বলা হয়েছে, আমদানিকৃত পণ্য অথবা সেবার ওপর পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ হবে। তবে শুল্ক ছাড় পাবে।
আন্তর্জাতিক পরিবহন চুক্তি, স্বাস্থ্য, শিক্ষা সেবা, পণ্য এবং রফতানি ও বিনিয়োগকৃত স্বর্ণ শুল্ক থেকে অব্যাহতি পাবে। আবাসিক ভবন বিক্রি অথবা ভবন নির্মাণের প্রথম তিন বছরের ভাড়ায় কর আরোপ করা হবে না।
সূত্র : খালিজ টাইমস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন