সিঙ্গাপুরে কেন চুইংগাম নিষিদ্ধ?
অবসর অথবা কর্মব্যস্ত সময়ে আপনার মুখের ব্যস্ততা বাড়ায় চুইংগাম। বাচ্চা থেকে শুরু করে অনেক প্রাপ্ত বয়স্কও এটা খেতে পছন্দ করেন। এটি সব দেশে সহজলভ্য হলেও সিঙ্গাপুরে ব্যতিক্রম। কারণ দেশটিতে চুইংগাম বেচা-কেনা নিষিদ্ধ।
এমনকি এটা বিক্রির সাজা আরও ভয়াবহ। দেশটিতে চুইংগাম বিক্রি করলে বিশাল অংকের জরিমানা ধরা হয়। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির জরিমানা ১ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা।
১৯৯২ সাল থেকে এই আইন চালু করে সিঙ্গাপুর। তখন থেকে চুইংগাম পরিবহন, বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি গাম জাতীয় যেকোনও পণ্যের ওপরই দেশটির নেতিবাচক মনোভাব রয়েছে।
সিঙ্গাপুরে চুইংগাম বিক্রির ওপর বিশাল এই জরিমানা আরোপ হলো কেন- এই প্রশ্ন হয়তো আপনার মনে ঘুরপাক খাচ্ছে। সিঙ্গাপুর খুব পরিচ্ছন্ন শহর, এটা কারও অজানা নয়। মূলত পরিচ্ছন্নতা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেয় তারা।
চুইংগাম চিবিয়ে ফেলে দিলে সেগুলো রাস্তায় লেপ্টে যায় এবং খুব বাজেভাবে নোংরা হয়। আর এ পরিস্থিতি এড়াতেই চুইংগামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সিঙ্গাপুর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন