সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপি নেতা তরিকুলকে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তরিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও ছেলেও সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপির এই নীতিনির্ধারক।
দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, ডায়বেটিসসহ নানা রোগে ভোগছেন তরিকুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন