সিরাজগঞ্জের বেলকুচিতে আবুল হোসেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে আবুল হোসেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৩ পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে এপ্রিল) বিকালে সাবের মিয়া ভিলেজ হেলথ এ্যান্ড আই কেয়ার সেন্টারের আয়োজনে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকীতে অবস্থিত আল হেরা দারুল উলুম মাদ্রাসা কক্ষে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর বাল্যকালের উপর রচনা প্রতিযোগিতা শেষে, অ্যাওয়ার্ড ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবের মিয়া ভিলেজ হেলথ এ্যান্ড আই কেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ গোলাম হায়দারের সভাপতিত্বে ও মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান। তিনি তার বক্তব্য বলেন, আবুল হোসেন ছিলেন একজন সাদা মনের মানুষ। তাদের অবদান শুধু আদাচাকীতেই নয় বেলকুচির বিভিন্ন স্থানে তাদের অবদান রয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ সদস্য শাহাদাৎ হোসেন, চৌবাড়ী ডাঃ ছালাম জাহানারা ডিগ্রী কলেজের প্রভাষক খালিদ হোসেন প্রমূখ। উক্ত রচনা প্রতিযোগিতায় দুইটি ভাগে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। দুই ভাগে ৬ জনকে পুরষ্কার ও বাকীদের অংশগ্রহনের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।