সিরাজগঞ্জের বেলকুচিতে আবারও ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা
সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন বর্তমান বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে বেলকুচি উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা প্রদান কালে উপস্থিত ছিলেন বেলকুচি বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, কাউন্সিলর হাফিজুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল মাস্টার, ছাত্রনেতা সবুজ আহমেদ, তানজিদ হোসেন, সমাজসেবক কিরণ, হারুনর রশীদ, মনিরুল ইসলাম, আবু বক্কার, মহির উদ্দিন, আব্দুল আজিজ, মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় বর্তমান ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ জানান, আমি চাই প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন দীর্ঘ পাঁচ বছর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এই পদে থেকে যতটুকু সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করেছি, আমি কখনো কারও ক্ষতি করি নাই। তাই আমি বিশ্বাস করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বেলকুচি উপজেলার জনগণ আবারও আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই সকলের নিকট প্রত্যাশা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা, ২২ তারিখে প্রতিক বরাদ্দ এবং ৮ মে ইভিএমে বেলকুচিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন