সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষতিগ্রস্ত তাঁতীদের বিনা শুল্কে সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জ বেলকুচিতে তাঁতীদের মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে বেলকুচি পৌর এলাকার ৯নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির ৭৭জন সদস্যের মাঝে ৪ কোটি ৮৪ লাখ টাকা মুল্যের দুই লক্ষ উনশত্তর হাজার ২৮০ কেজি সুতা ও ৪৯৫০০০ কেজি কেমিক্যাল বিতরণ করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ইউসুব আলী।

বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জের সহকারী কমিশনার পরাগ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁত বোর্ডের যুগ্ন সচিব আব্দুল্লাহ আল মামুন, মহাপরিচালক কামনাশীষ দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা রোজিনা খাতুন, বেলকুচি তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার তন্নি খাতুন, বাংলাদেশ তাঁতী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, বেলকুচি পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন প্রমুখ। করোনায় পরবর্তী ক্ষতিগ্রস্ত তাঁতীরা বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে অনেকটা আনন্দিত তাঁতীরা। তারা বলেন সরকার তাঁতীদের দিকে এভাবে সুদৃষ্টি দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্পে আবারও জৌলস ফিরে আসবে বলে মনে করছেন তারা।