সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/download-1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই বছরের ছেলে জুনায়েদকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা হযরত আলীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার সূর্বনসাড়া নিশিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত হযরত আলী ঐ গ্রামের আব্দুল আওয়াল মুন্সির ছেলে।
শিশু জুনায়েদের মা লিপি খাতুন জানান, ‘দীর্ঘদিন ধরে হযরত আলী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিল। আমাকে তালাক দেবে কিছু পূর্বে আমার শ্বশুর-শাশুড়ি তাঁর ছেলেকে বলে। তোর ছেলেকে মেরে ফেল, তাহলে তোর বউ এমনিতেই চলে যাবে।’ মঙ্গলবার সকালে ছেলেকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। পরে তাঁত ফ্যাক্টরিতে গিয়ে দেখি আমার ছেলে ঝুলে আছে। তাৎক্ষণিক চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরবর্তীতে আমার স্বামী পালিয়ে যায়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, ‘শিশুটির মৃতদেহ উদ্ধার করেছি। শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন