সিরাজগঞ্জের বেলকুচিতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/AddText_03-23-04.14.56-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে ৩ শত চল্লিশটি দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে বেলকুচি সরকারি কলেজ মাঠে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেট ছিল চাল, ডাল, চিনি, ছোলা, তৈল, আলু। এসময় প্রধান অতিথি হিসেবে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ অফিস কান্ট্রি ম্যানেজার রেজাউল করিম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি লিমন আহমেদ, করতোয়া শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাকসহ বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন