সিরাজগঞ্জের বেলকুচিতে দায়িত্বে অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতাল সিলগালা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230823_222629-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে ডাক্তারের দায়িত্বে অবহেলায় সিজারে মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় বে-সরকারি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালটি সিলগালা করা হয়েছে। ইতিপূর্বে গত ২জুন কিডনি সমস্যা জনিত কারণে সোহেল রানা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছিল।
বুুধবার (২৩ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুদ্বীপ সরকারের নেতৃত্ব আভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা শেষে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুদ্বীপ সরকার জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সিজারের একটি রোগী মারা যায়। ইতিপূর্বেও ঐ হাসপাতালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সিভিল সার্জন রামপদ রায় স্যারের নির্দেশনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি।
সেই তদন্তের অংশ হিসাবে বুধবার (২৩ আগষ্ট) সকালে হাসপাতালে অভিযান পরিচালনা করি। তবে ঘটনাস্থলে পৌঁছার পরে হাসপাতালে কাউকে খুঁজে না পেয়ে হাসপাতালটিকে সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঐ হাসপাতালের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন