সিরাজগঞ্জের বেলকুচিতে যুবককে গলাকেটে হত্যায় সন্দেহভাজন আটক-১
সিরাজগঞ্জ বেলকুচিতে মনিরুল ইসলাম হত্যা মামলায় সন্দেহভাজন ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আলামিন সরকার (৩০) উপজেলার মুলকান্দি ছোট বেড়াখারুয়া চর এলাকার শান্ত সরকারের ছেলে।
তিনি আরও জানান, আলামিনকে দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার দুপুরে যমুনা চরের মুলকান্দি গ্রাম থেকে মনিরুল ইসলাম (২০) নামক ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয় বলে সে সময় জানিয়েছিল পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন