সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭০ বছরের বৃদ্ধ কর্তৃক ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/ধর্ষণ-rape-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭০ বছরের বৃদ্ধ কর্তৃক ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে জামিরতা গ্রামের জাহিদুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই গ্রামের মৃত মনছের আলীর পুত্র মোঃ আশান আলী ওরফে পঁচা (৭০) ঐ ৪ বছরের শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে তার নীজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকারে তার মা রোজিনা খাতুন দৌড়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের প্রধানবর্গ বিচার করে দেয়ার কথা বলে। কিন্তু বিচার না করায় গত রবিবার (১৮ ডিসেম্বর) ভুক্তভোগীর মা মোছাঃ রোজিনা খাতুন বাদী হয়ে পঁচাকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে পচার বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন