সিরিয়ার গৃহযুদ্ধে ৮০ বেসামরিক লোক নিহত
সিরিয়ায় সশস্ত্র গ্রুপের হামলায় ৮০ জন নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু জানায়, হামা এলাকায় সহিংসতা থেকে বাঁচতে পলায়নরত বেসামরিক মানুষের ওপর এ হামলা হয়। এতে আহতের সংখ্যা অনেক। নিউ ইয়র্কে জাতিসংঘে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মধ্য সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকায় যুদ্ধ ও বিমান হামলা বৃদ্ধিতে বেসামরিক মানুষের নিহতের ঘটনায়, এতে বিশেষ করে স্কুল ও হাসপাতাল আক্রান্ত হওয়ায় জাতিসংঘ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’
তিনি বলেন, ‘বুধবার ইদলিব গ্রামে বিমান হামলায় সম্পূর্ণভাবে একটি স্কুল ধ্বংস হয়ে যায়। এ ছাড়া হামার ওয়াদি আল আজিব এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় মানুষের ওপর হামলায় ৮০ জন নিহত হন।’
তবে এ হামলার জন্য কারা দায়ী সেটা এড়িয়ে যান দুজারিক। ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। জাতিসংঘের মতে, গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে সিরিয়ায়। বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হয়ে দেশ ছেড়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন