সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়্যাহ মাদরাসা শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

সিলেট বিশ্বনাথ পৌরশহরে অবস্থিত আল মাদরাসাতুল হানাফিয়্যাহ মাদরাসা ২০২৫ ইং শিক্ষাবর্ষে মোহাম্মদ আলী হিফজ এর সবক শেষ করায় সকল শিক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৬ অক্টোবর) সোমবার ২০২৫ ইং দুপুরে হানাফিয়্যাহ মাদরাসার ক্লাসরুমে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান’র সভাপতিত্বে ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা হুছাইন আহমদ।
তিনি বলেন, মৃত্যুর পর মানুষের নিজের আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মৃত ব্যক্তির দুনিয়াতে রেখে যাওয়া নেক সন্তানের দোয়া ও সাদকায়ে জারিয়ার সাওয়াবের দরজা বন্ধ হয় না। মৃত ব্যক্তিদের মধ্যে যাদের সন্তানেরা কুরআন তেলাওয়াত করবে। তাদের মা-বাবাকে হাশরের দিন নূরের টুপি পরানো হবে।
তিনি আরো বলেন, হাফেজ মোহাম্মদ আলী কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, কুরআনের হাফেজগণ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও আলোকিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল্লাহ তায়ালা যেন তাকে যোগ্য মানুষ হিসেবে কবুল করেন। আমিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা হুছাইন আহমদ এর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অবিভাবক ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন