সিলেটের বিশ্বনাথে নব নিযুক্ত শিক্ষা অফিসার নাস্তিক, অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিশ্বনাথে নব নিযুক্ত শিক্ষা অফিসার নাস্তিক মাহমুদুল হক অপসারণ ও অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

(১৫ নভেম্বর) শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়, বিশ্বনাথ উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার নিয়োগকৃত নাস্তিক মাহমুদুল হক কে অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপত্বি করেন বিশ্বনাথ মহিলা কলেজের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিশ্বনাথ শাখার প্রতিষ্টিতা সভাপতি ও ইনকিলাব সংসদের সভাপতি মো. মোছন আলী।

ইনকিলাব সংসদের অফিস সেক্রেটারি কবি এস.পি.সেবু’র সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশ্বনাথ মহিলা মাদ্রাসার পরিচালক মাও কামরুল ইসলাম ছমির।

এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বিশ্বনাথ মোহাম্মদী মাদ্রাসার প্রিন্সিপাল মাও মো.নুরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিশের বিশ্বনাথ শাখার সভাপতি মাও আব্দুল মতিন, ইনকিলাব সংসদের উপদেষ্টা ও আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্টাতা ও দর্জি কল্যান সংস্হার সভাপতি, এম.কাওছার আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল বিশ্বনাথ শাখার প্রতিষ্টাতা আহবায়ক মোহাম্মদ কাওছার খান।

জামেয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাও হাসান বিন ফাহিম, মানবাধিকার কর্মী ও যুবনেতা দিলোয়ার হোসেন সজিব, ইনকিলাব সংসদের সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আমজদ আলী হোসেন, রিপন আহমেদ তানভীর,
বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্হিত ছিলেন ইনকিলাবের প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লু রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ দরছ, সহকারী শিক্ষক জাকওয়ান আহমদ, আজাদুর রহমান।

নিজাম উদ্দিন, বাউল আজাদ আইবি, ইমরান আহমদ, ইয়াসিন মির্জা, সাঈদ আহমদ, আনোয়ার হোসেন, আলী হুসেন, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, ডা:আব্দুল্লা, আরফাত মোবরক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শতাধিক মুসলীম তাওহিদী জনতা অংশ গ্রহন করে এবং ইনকিলাব সংসদের পক্ষ থেকে সংসদ সভাপতি মো.মোছন আলী ৪ দফা কর্মসূচী ঘোষনা করেন।

(১) প্রাথমিক অফিসার মাহমদুল হককে বিশ্বনাথ থেকে ৭ দিনের মধ্যে স্থানান্তর ও অপসারণ করতে হবে।

২। হিজাব ও ইসলাম ধর্ম বিদ্বেষী মাহমুদুল হককে বিশ্বনাথে অবাঞ্ছিত ঘোষনা করা হল।

৩। নতুন শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতিমুক্ত সৎ ইমানদার নিয়োগ দিতে হবে। এবং
অন্য কোথায় শাস্তি প্রাপ্ত বির্তিকিত কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন না।

(৪) বিশ্বনাথের ১৩৩টি প্রাথনিক বিদ্যালয়ের ৮০৩ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর আগামী ৭ দিনের মধ্যে তাঁদের বেতন দিতে হবে।