সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭ জন

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু ও আক্রান্ত ১১৭ জন হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ১১৭ জইেরনর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষা এই শনাক্ত রোগীর সংখ্যা বের করা হয়। এতে সিলেট বিভাগে শনাক্তের হার হচ্ছে ৯ দশমিক ৪৮ শতাংশ।

সিলেট বিভাগের সিলেট জেলায় ৯২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৫ জন করোনা রোগী। আর করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। একই সময়ে আইসোলেশনে আছেন ৪০ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ হাজার ১৭২ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৯৭৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ২২১ জন।