সিলেটে ছাত্রলীগ কর্মীর উপর হামলায় চবি’তে বিক্ষোভ মিছিল
সাফাত জামিল শুভ : সিলেট জালালাবাদ কলেজ শাখার দুই ছাত্রলীগ কর্মীর উপর ‘ছাত্র শিবিরে’র বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলোতে তারা এ বিক্ষোভ মিছিলটি করেন।
সিলেটে ছাত্রলীগ নেতা শাহীনের উপর জামাত শিবিরের নির্মম হামলার প্রতিবাদে চবি ছাত্রলীগের আ জ ম নাসির উদ্দিনের অনুসারীর(ভিএক্স) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুল,রুবেল দে,মুজিবুর রহমান সহ শতাধিক নেতাকর্মী। এসময় নেতাকর্মীদের ছাত্রলীগের নিজস্ব স্লোগানের পাশাপাশি ব্যপকভাবে জামাত শিবির বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া হামলার তাৎক্ষণিক প্রতিবাদে সোমবার রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ প্রতিবাদ মিছিল করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন