সিলেটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/Screenshot_1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটের সুবিদবাজার এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সজিব (২৫) ও লুৎফুর (২০)। এর মধ্যে সজিবের বাসা সিলেট নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানায়।
রাত সাড়ে ১১টার দিকে নিহত দুজনের লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ৩টি ট্রাকে জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৫০১) নাম্বারধারী মোটর সাইকেল (সিলেট ল- ১১-১০৩৪) ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আম জনতা যে ৩টি ট্রাকে অগ্নিসংযোগ এবং একটি ট্রাক ভাঙচুর করে। ট্রাকগুলো হচ্ছে ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুডা- ১১-১৮৮৫ ও যশোর ট-১১-২০৫৭ এবং ভাঙচুরকৃত ট্রাকটি হচ্ছে ঢাকা মেট্রো ট- ১৪-৬৭৭৬।
ঘটনার পরই ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক গ্রামের মৃত মোজাহারের ছেলে জাহিদ মিয়া (৪৮)।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন