সিলেটে পুলিশের মামলায় সাংবাদিক র্যাবের হাতে আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Z.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেট-তামাবিল সড়কের সুরমা গেট এলাকায় তিনজন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে পুলিশ। এসময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া মোটরসাইকেল চালক ফয়ছল কাদিরকে গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে বললে সে কোন কিছুই প্রদর্শন করতে পারে নি। বরং উল্টো পুলিশের দোষ ত্রুটি দেখিয়ে ফেসবুকে লাইভ শুরু করেন। ঘটনাটি শুক্রবার (৯ জুলাই) বিকেলে।
এ ঘটনায় রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সিলেট র্যাব-৯ মঙ্গলবার (১৩ জুলাই) মধ্যরাতে সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন