সিলেটে ৫ দেশের সেনা কর্মকর্তার আগমন, ওসমানী জাদুঘর পরিদর্শন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/Shanaa-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটে ৫ দেশের সেনা সদস্যের আগমন হয়েছে।
তারা ২২ মার্চ (সোমবার) সিলেটে নগরীর নাইওরপূলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করেন।
আন্তর্জাতি সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কমোডর জয় বেদী (ভারত), এয়ার কমোডর দেবেন্দ্র হিরাণী (ভারত), কর্নেল আবদুল ওয়াহিদো জাবাব (নাইজার), ক্যাপ্টেইন একুমা রাফায়েল একুমা (নাইজেরিয়া), ক্যাপ্টেইন আই শেও (নাইজেরিয়া)।
২২ মার্চ (সোমবার) সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে ওসমানী জাদুঘর পরিদর্শন করেন তারা।
এসময় ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ও বঙ্গবীর গবেষণা ওসমানী ইনষ্ট্রিটিউট এর চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রোটারিয়ান হেপী বেগম ও সহকারী শিক্ষখ রুনা সুলতানা সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান।
এ সেনা পরিদর্শন টিমের নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হক এনপিপি, পিএসসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. ফায়জুর রহমান এসজিপি-পিএসসি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন