সিলেট বিভাগে ডায়রিয়ায় ও পানিবাহিত রোগাক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

সিলেট জুড়ে বন্যা প্লাবিত এলাকায় পানিবাহিত রোগ ও ডায়রিয়ার রোগের পরিসংখ্যান দিন দিন বাড়তে চলছে। ইতমোধ্য বেশির ভাগ সুনামগঞ্জ,সিলেট হবিগঞ্জে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

সিলেট বিভাগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডায়রিয়ায় আরো ৩১৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৫৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বন্যার পর থেকে এ পর্যন্ত এ বিভাগে ডায়রিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৫০৫৩ জন বলে জানিয়েছে সিলেট স্বাস্থ্য বিভাগ।