সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ধর্মপাশা উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, এএসপি সার্কেল আলী ফরিদ, সহকারী কমিশনার (ভূমি) মো: অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেনসহ সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্টিত হয়।

প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ৫২ বছর আগে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন। তার সেই ভাষনে সাড়া দিয়ে এক মহাজাগরণে শামিল হয়ে বীর বাঙ্গালী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিল। তারই অনুপ্রেরণা দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। তাই হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই। সাথে সাথে বঙ্গবন্ধু পরিবার ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।