সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। ১৩ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্টিত হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষক আব্দুল সালাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: আলী ফরিদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল কবির, সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি রতন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানদের প্রতি সর্তক থাকুন, যাতে ছেলে মেয়েরা পড়া লেখা করে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা শিক্ষার উপর গুরত্ব দিয়েছেন, আপনার ইচ্ছা শক্তি, সন্তানের ভবিষ্যত, এছাড়া তিনি আরও বলেন, আমাদের সরকার শিক্ষা বৃদ্ধি করণের জন্য উপবৃত্তি, বিনামুল্য বই বিতরণ, সহ বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ নির্মাণ করছেন, আসুন সবাই সচেতন হই, শিক্ষার মানবৃদ্ধি করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন