সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ওসি বরখাস্ত

দেশ জুড়ে আলোচিত সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় শাল্লা থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি দিরাই থানার ওসিকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহামন।
উল্লেখ্য যে, হেফাজত ইসলামের নেতা নিয়ে স্যোসাল মিডিয়ার এক হিন্দু যুবক স্ট্যাটাসের জের ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দুদের বসবাড়ি হামলা চালানো হয়। এ ঘটনার সময় পুলিশের ভূমিকা নীরব ছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেন। সব কিছু তদন্ত ও বিবেচনা করে পুলিশের উধ্বর্তন মহল থেকে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কে বরখাস্ত করা হয় এবং দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















