সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘রোববার সকালে উপজেলার পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।’
খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের হাসপাতালের দিকে নিয়ে গেছে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন