সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘রোববার সকালে উপজেলার পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।’

খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের হাসপাতালের দিকে নিয়ে গেছে বলে জানান ওসি।