সুনামগঞ্জে সেলবরষ কেন্দ্রীয় কবরস্থানের তিন টি গেইট নির্মান
সুনামগঞ্জ জেলার বৃহত্তম ও পৌরাণিক কবরস্থান গুলোর মধ্যে রয়েছে সেলবরষ কেন্দ্রীয় কবরস্থান।
এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে অবস্থিত। সেই বিট্রিশ শাসনামল থেকে এই কবরস্থানটি মুসলমানদের দাফনের কাজে ব্যবহার করা হচ্ছে।
এতোটা পুরনো হওয়া সত্ত্বেও এটি পড়ে ছিল খোলা পরিবেশে কিন্তু এ এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এবং সর্ব সাধারণের চেষ্টায় এই কবরস্থানে বাউন্ডারি ও তিন টি প্রবেশ দ্বারে তিন টি গেইট নির্মাণ করা হয়েছে।
(১০ ফেব্রুয়ারি) শনিবার তারিখে সকাল ১০ ঘটিকায় এই তথ্য জানানো হয়েছে। তবে কাজ এখন চলমান।
এসময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ (খোকা),সিরাজুল হক চৌধুরী সভাপতি অত্র কমিটি, শওকত মেম্বার সাধারণ সম্পাদক অত্র কমিটি।
অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাহবুব রহমান, মাসুদ রানা,ময়না মিয়া,হেলাল মিয়া,ভুট্টো মিয়া, জমিরুল হক চৌধুরী, এখলাছ মিয়া,শহির জামান,ইসমত আলী, ইনসত আলী,পানসির আলী,উজ্জ্বল মিয়া,ইজাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন