সুন্দরী প্রতিযোগিতায় আজও শীর্ষে লারা
আজ থেকে ১৯ বছর আগে ২০০০ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন লারা দত্ত। সে প্রতিযোগিতায় প্রিয়াংকা চোপড়া ও দিয়া মির্জাকে পেছনে ফেলে সেরার শিরোপা জেতেন তিনি। ১৯ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোন সুন্দরী প্রতিযোগিতায় কেউ লারার রেকর্ড ভাঙতে পারেনি।
ওই সময় সবচেয়ে বেশি স্কোর করে ‘শর্মাজি কা বেটা’ হয়েছিলেন লারা দত্ত, সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে যেটি সর্বোচ্চ নাম্বার। তিনি বিচারকদের কাছ থেকে ৯.৯৯ নাম্বার ছিনিয়ে নেন। ‘সুইমস্যুট রাউন্ডে’ লারার সর্বোচ্চ স্কোর ছিল। আর ‘ফাইনাল কোয়েশ্চেন’ ক্যাটাগরিতে লারা পেয়েছিলেন সর্বোচ্চ স্কোর, যেটি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে এখনো সর্বোচ্চ।
লারা দত্ত ছিলেন দ্বিতীয় ভারতীয়, যিনি মিস ইউনিভার্স হয়েছিলেন। এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্স হন। এখন পর্যন্ত আর কোন ভারতীয় প্রতিযোগী এই মুকুট জয় করতে পারেননি।
উল্লেখ্য, ২০০০ সালে ভারতের গ্ল্যামার জগত বিস্ময়কর তিন বিউটি কুইন পায়। কারণ সে বছর মিস ইউনিভার্সের মুকুট জিতেন লারা দত্ত, মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় তুলেন প্রিয়াংকা চোপড়া এবং মিস এশিয়া প্যাসিফিকের শিরোপা জিতেন দিয়া মির্জা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন