সৃষ্টিকর্তার ওপর ভরসা ইরফান খানের
বলিউডে শক্তিশালী অভিনয়ের জন্য জনপ্রিয় ইরফান খান। অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে স্থান করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। তবে বর্তমান সময়টা একদমই সঙ্গে নেই ইরফান খানের। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিলো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তিনি। পরে অবশ্য জানা গিয়েছিলো নিউরো এন্ডোক্রিন টিউমার হয়েছে।
রোগের চিকিৎসার জন্য লন্ডন পাড়ি দিয়েছেন ইরফান। তবে নিজের এই পরিস্থিতি কিছুটা হলেও বিষন্ন এই তারকা। তাই তো লন্ডন থেকে মন খারাপের একটি টুইট করলেন।
তিনি লিখেছেন, ‘নিশ্চয়ই স্রষ্টা আমার সঙ্গে আছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই পথ দেখান। রাতের আঁধারেও তিনি সঙ্গে থাকেন। নিশ্চয়ই তিনি আমাকেও অন্ধকার থেকে মুক্তি দিবেন।’
ইরফানের এই মন খারাপ করা টুইট দাগ কেটেছে তার ভক্তদের মনেও। সবাই তাকে এই বিপদে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন