সেই ‘অখ্যাত’ তাজমহলেই আসতে হলো মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে
প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে শুধু তাজমহল দেখতেই আসেন। পৃথিবীর অন্যতম এ সপ্তাচর্যকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে ইউনেস্কো।
কিন্তু এ বছরেই উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা সম্বলিত বইয়ে স্থান হয়নি এই তাজমহলের। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এমন অবস্থান প্রকাশ পাওয়ার পর দলের অনেক নেতা তাজমহলকে ভারতীয় সংস্কৃতির ‘কলঙ্ক’ হিসেবেও উল্লেখ করেন।
এসব কারণে সমালোচনার মুখে পড়তে হয় যোগী আদিত্যনাথকে। এরপর দেয়া বিবৃতিতে তিনি সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছেন। বলেছেন, এটি ভারতীয়দের শ্রমে-ঘামে নির্মিত। তাই এটি সংরক্ষণে করণীয় সবকিছুই করবে উত্তর প্রদেশের সরকার।
এবার যোগী আদিত্যনাথ স্বয়ং তাজমহল প্রাঙ্গণে। মূখ্যমন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি তাজমহল সফরে এসেছেন। এর আগেও তিনি আগ্রায় এসেছেন।
কিন্তু তাজমহলে যাননি। বৃহস্পতিবার তাজমহল এলাকা পরিচ্ছন্নতায় নেয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন