সেই বৃদ্ধা মায়ের জন্য বাড়ি তৈরি করে দিলেন ডিসি
ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে মারধরের শিকার হয়ে হাতপাতালে ভর্তি হওয়া শতবর্ষী বৃদ্ধা তসলিমা খাতুনের জন্য এবার বাড়ি তৈরি করে দিয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে ছেলের বউমার কাছে ভাত চেয়েছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের শতর্বষী তসলিমা খাতুন। এ কথা ছেলে দবির উদ্দিন জানতে পেরে লাঠি দিয়ে মাকে মারধর করেন। লাঠির আঘাতে তসলিমার বাম চোখ থেঁতলে যায়।
পরে খবর পেয়ে জেলা প্রশাসক ওই বৃদ্ধা মাকে জেলা সদর থেকে এসে একটি পরিত্যক্ত ঝুপড়ি ঘর থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এখন আবার ওই বৃদ্ধা মায়ের জন্য একটি টিনের ঘর, নলকূল ও স্যানিটেশনের ব্যবস্থা করে দেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ১৫ আগস্ট গভীর রাতে ওই বৃদ্ধা মাকে মারধরের বিষয়টি জানতে পেরে খুবই ব্যাথিত হয়েছি। তাই পরদিন সকালে বৃদ্ধা মাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি। যেহেতু বৃদ্ধা মায়ের থাকার ঘর নিয়ে সমস্যা তাই মায়ের জন্য সন্তান হিসেবে একটি টিনের ঘর ও বাথরুম তৈরি করে দিয়েছি। তিনি যেন শেষ জীবন পর্যন্ত নিরাপদে থাকতে পারেন। হাসপাতাল থেকে সুস্থ হলেই বৃদ্ধা মাকে নতুন বাড়িটি উপহার দেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন