সেই ভারতের কাছে হেরেই রানার্স আপ বাংলাদেশ
গেল বছর ডিসেম্বরে প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের জার্সিধারীরা। দ্বিতীয় আসরে সেই ভারতের কাছে একই ব্যবধানে হেরে এবার রানার্স আপ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
শনিবার (১৮ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত আসরে লাল সবুজের জার্সিধারীদের কাছে ১-০ গোলে হেরে রানার্স আপ হয়েছিল ভারতীয় মেয়েরা।
এদিন ম্যাচের শুরু থেকের সমান তালে লড়াই করে দুই দলের মেয়েরা। অবশ্য কয়েকবার ভারতের রক্ষণে হানা দিলেও গোল পায়নি মারিয়া-তহুরারা। আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা তহুরা শামসুন্নাহারদের পায়ে এখনও সেই ঝলকের দেখা মেলেনি।
আগের তিন ম্যাচে দুর্দান্ত নৈপুন্য দেখানো বাংলাদেশের মেয়েরা এদিন সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। মারিয়া-মনিকাদের খেলা দেখে খানিকটা অগোছাল মনে হয়েছে। মনে হয়েছে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্চ তাদেরকে চাপে ফেলে দিয়েছে। তবে প্রথমার্ধ গোলের দেখা পায়নি কোনও দলই।
কিন্তু দ্বিতীয়ার্ধে সব স্বপ্ন শেষ বাংলাদেশের। ৬৬ মিনিটে সুনীতা মুন্ডার ভলি ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেনি গোলরক্ষক মাহমুদা। ১-০ গোলে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন চূরমার হয় লাল সবুজের কন্যাদের। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মারিয়া মান্দাদের।
অথচ টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচে ২২ গোল দিয়েছে, সেখানে ভারত প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৫ বার। আর ভারত গোল খেয়েছিল একটি, বাংলাদেশের রক্ষণ তো কোনো গোলই খায়নি। কিন্তু ফাইনালে এসব সমীকরণ কাজে আসেনি।
এর আগে পাকিস্তানকে ১৪-০ গোলে বির্ধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ চারের লড়াইয়ে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মারিয়া-তহুরারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন