সেঞ্চুরি করে আউট হলেন মুমিনুল
কয়েক ওভার আগেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তার সাথে লিটন দাসের জুটি দেখাচ্ছিল বাংলাদেশকে ম্যাচ বাঁচানোর পথ। তবে রেকর্ডের এই ইনিংসটি আরও বড় করার সুযোগ হারিয়েছেন বাংলার ব্র্যাডম্যান খ্যাত এই ব্যাটসম্যান। ৭৮তম ওভারে দলীয় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। রোববার এই ওভারটি শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লিড ৬৩ রানের। দিনের খেলা বাকি আছে আরও অন্তত ৩৯ ওভার। ম্যাচটি ড্র করতে বাকি ওভারের বেশিরভাগ সময় ব্যাট করতে হবে টাইগারদের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন