সেঞ্চুরি করে জন্মদিন রাঙালেন মেন্ডিস
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/image-13723-1517548041.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আজ কুশল মেন্ডিসের ২৩তম জন্মদিন। নিজের জন্মদিনটা সেঞ্চুরি করে রাঙালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ওপেনার। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
সানজামুল ইসলামকে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছেন মেন্ডিস। ২০০ বলে ১০ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি হাঁকান তিনি।
গতকাল অনন্য সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে দেড়শ রান করে ফেলেছেন তিনি। ১৮৭ বলে তার ১৫০ রানের ঝকঝকে ইনিংসটি ২০ চার ও ১ ছক্কায় সাজানো। এটি এ টপ অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ার সেরা ইনিংস।
মেন্ডিসেরসেঞ্চুরি ও ডি সিলভার দেড়শ রানে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের দারুণ জবাব দিচ্ছে শ্রীলংকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৯ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২৯৫/১। মেন্ডিস ১২৫ ও ডি সিলভা ১৭০রানে ব্যাট করছেন। এখন চলছে লাঞ্চ বিরতি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৭৪/৪) ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মোস্তাফিজ ৮; লাকমল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, দিলরুয়ান ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২৩-১-৯২-২, ধনাঞ্জয়া ৫-০-১২-০)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন