সেতু থেকে ঝাঁপ দিল তরুণ-তরুণী, অতঃপর…
রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছেন এক তরুণ ও এক তরুণী।
বুধবার (১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। ওই তরুণ-তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুর ২টার দিকে এক তরুণ ও এক তরুণী বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ। পরে বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ওই তরুণ-তরুণী স্বেচ্ছায় লাফিয়ে পড়ে বলে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি দল সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। ধারণা করা হচ্ছে ওই তরুণ-তরুণী আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দেয়।
এদিকে সন্ধ্যার পর অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল চলে আসে। অন্যটি কাজ করছিল। এছাড়া লঞ্চ চলাচল বেড়ে যাওয়ায় তল্লাশি অভিযান সীমিত করা হয়েছে বলেও জানান নাজমা আক্তার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন