সেন্ট মার্টিনে দুই সহস্রাধিক রোহিঙ্গা আটক
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে অনুপ্রবেশের সময় দুই হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার রাত ১০টা পর্যন্ত এদের আটক করা হয়।
কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার জানান, বেশ কয়েকটি নৌকায় করে রোহিঙ্গারা সেন্ট মার্টিনে প্রবেশ করে। এ সময় টহলরত কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। আটক লোকজনের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। এখন গণনা চলছে।
মিয়ানমারে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে আমতলী, তুমবুরু, আঞ্জুমান পারা ও হোয়াইকং ঘাট দিয়ে হাজারো রোহিঙ্গা প্রবেশ করছে বলে জানা গেছে।
এদিকে, জেলা প্রশাসক (ডিসি) মো. আলী হোসেনের বরাত দিয়ে বার্তাসংস্থা ইউএনবি জানায়, তাঁর নির্দেশে রোহিঙ্গাদের আটক করা হয়। পরে গ্রেপ্তার হওয়া লোকজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলেও জানান তিনি।
তবে সেন্ট মার্টিন দ্বীপে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, আটক লোকজনকে ফেরত পাঠালে সেটা সাংবাদিকদের জানানো হবে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০ পুলিশচৌকিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এর প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের দমনে অভিযান শুরু করে সেনাবাহিনী। রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এ পর্যন্ত চার শতাধিক প্রাণহানি হয়েছে। এদের বেশির ভাগই রোহিঙ্গা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন