সেলফি তোলায় বরুণ ধাওয়ানকে জরিমানা
ভারতের মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় হঠাৎ থমকে গিয়েছিল গাড়ি। বলিউড অভিনেতা বরুণ ধাওয়নকে পাশের গাড়িতে দেখতে পেয়ে একটু উৎসাহী হয়ে পড়েছিলেন পাশে দাঁড়ানো অটোর তরুণী যাত্রী।
তার অনুরোধেই সেলফি তোলেন বরুন। আর এই সেলফি তোলার জেরেই বিপাকে পড়তে হয় তাকে।
যানজটের মধ্যে যেভাবে তারা গাড়ির এবং অটোর জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেলফি তোলেন সেটা অত্যন্ত বিপজ্জন বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। সেলফি তোলার পরেই সেই ছবি পোস্ট করে মুম্বাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড সিনেমার পর্দায় মানায়। বাস্তবে তা অত্যন্ত বিপজ্জক। এরকম একজন ইউথ আইকন যদি এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করে থাকেন তাহলে দেশের যুবরা তো বেপরোয়া হবেই।
অভিনেতার এমন বেপরোয়া সেলফি তোলার জন্য মুম্বাই পুলিস তাকে জরিমানাও করেছে। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড রাস্তায় করতে দেখলে আরও বড় শাস্তি হবে বলে সতর্ক করা হয়েছে অভিনেতাকে।
বরুণ অবশ্য মুম্বাই ট্রাফিক পুলিশের এই সতর্কতাকে বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন।
টুইট করে বলেছেন, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চলন্ত গাড়িতে ছবি তোলা হয়নি। যখন সেলফি তোলা হয়েছিল তখন আমার গাড়ি এবং পাশের অটো দাঁড়িয়ে ছিল। তবু এধরনের কাজ যাতে আর না হয় তার খেয়াল রাখবেন বলে জানিয়েছেন অভিনেতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন