সোনাইমুড়ীতে নারী’সহ ৫ মাদক ব্যবসায়ীর জেল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/adalot.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে দুই নারী’সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছেন- সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মতলব (৫০), একই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক (২৫), বজরা গ্রামের পারভিন বেগম (৩০), আয়েশা বেগম (৪১) এবং নরসিংদি জেলার রামপুরার আমিরাবাদ গ্রামে লবি উল্যার ছেলে লিটন (২৭) পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন