সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ভূতুড়ে’ চিংড়ি! (ভিডিও)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/obster.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সম্প্রতি মার্কিন মুলুকের মাইনে সমুদ্র সৈকতে বিশাল এক চিংড়ি ধরা পড়ে। কমলা এবং নীল রঙের ওই চিংড়ি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
আর সেই ছবি প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সাধারণত, হালকা হলুদ রঙের লবস্টার দেখতেই মানুষ যেখানে অভ্যস্ত, সেখানে নীল রঙের দেখতে লবস্টার উদ্ধার করা হল। আর তাই নিয়ে জোর জল্পনা। পাশাপাশি ওই বিশাল চিংড়িকেই কেউ কেউ ‘ঘোস্ট’ লবস্টার বলেও ডাকতে শুরু করেছেন।
আজব রঙের ওই লবস্টার নিয়ে ইতিমধ্যেই ফেসবুক সহ সোশ্যাল সাইটগুলিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, গত বছর কানাডায় আলবিনো লবস্টার নামে এক বিরল প্রজাতির চিংড়ি উদ্ধার করা হয়। ওই সময়ও আলবিনো লবস্টারের ছবিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন